মহিমা আজ কদর রাত।
রহমতের ডালা লয়ে
আসলো কদর জমিনপর ,
পারলে তোরা গোসল করে
পাকপবিত্র অজু কর ।
আতর গোলাপ খোশবু মেখে
পবিত্র তোর পোষাক পর ,
দিল খুলে আজ পড়রে নামাজ
কেটে দে তোর ঘুমের রাত।
মহিমা আজ কদর রাত ।।
প্রাণ ভরে আজ ডাকরে প্রভুক
ত্রিনয়নের অশ্রুতে ,
পাপের তরী দে ভাসিয়ে
জিকির মাঝে কান্নাতে ।
শূন্য হ্নদয় পূণ্য কর
কবর হাশর পুলসিরাত ।
মহিমা আজ কদর রাত ।।
তছবি টিপে কও কথা আজ
করছ গুনাহ কত ,
তওবা করে নেও ক্ষমা আজ
করছ গুনাহ যত ।
সূর্য ডোবার পরে আজি
সূর্য ওঠার আগে ,
পাপের বোঝা সাঙ্গ করে
খোদার তরে চাও নাজাত ।
মহিমা আজ কদর রাত ।।
কোমর বেঁধে পড়রে নামাজ
সেজদায় গিয়ে ডুকরে কাঁদ ।
রোগ দুঃখে আজ বিশ্ব ভুবন
ক্ষুধার জ্বালায় কাঁদছে প্রাণ ,
জাকাত ফেতরা উজার করে
মুক্ত হস্তে কররে দান ।
আল্লাহ তোমার সকল গজব
দূর করে দাও চাই আজাদ,
পাপী-তাপীর পাপ খোয়ানো
আজকে হবে বাজিমাত।
মহিমা আজ কদর রাত।।
হিংসা বিদ্বেষ চোগলখোর
দে জ্বালিয়ে কলুষমন ,
হাজার কালের পরশমণি
আজকে হবে আগমন ।
জীবন প্রদীপ যাচ্ছে নিভে
বাড়ছে তোর পাপের ভার ।
মাফ করে নে সকল পাপী
দুহাত তুলে মোনাজাত ।
মহিমা আজ কদর রাত।।