বটের ডালে অনেক পাখি করছে কিচিরমিচির,
হুতুম প্যাঁচার বিয়ে আজি হচ্ছে সবাই হাজির।
বউ সেজেছে হুতুম পেঁচী দেখছে পাতার ফাঁকে,
চোখের জলে কাঁদছে পেঁচী ডাকছে পেঁচী মাকে।
উনুনে আজ চলছে রান্না দশটা বিয়ের হাঁড়ি,
খাওয়াদাওয়া পোকামাকড় ইঁদুরের তরকারি।
কেউ বলছে চলনা খেয়ে বউটা দেখে আসি,
পেঁচীর মুখে ঘোমটা দেখে করছে হাসাহাসি।
সানাই বাজায় কাঠঠোকরা ফিঙ্গে পাখির নাচ,
দোয়েল পাখির পা পুড়েছে উনুন ছাইয়ে আঁচ।
হলদে পাখি কোকিল পাখি গাইছে বিয়ের গীত,
টুনটুনি আজ বাজায় ঢোল পড়ল হঠাৎ চিত।
খাবারদাবার বেশ হয়েছে পেঁচী মোদের বউ,
বর আসলো উড়াল দিয়ে ফুলজোড় নদীর ঢেউ।
কাজি সেজে আসলো উড়ে রাঙা ঠোঁটে টিয়ে,
শালিক পাখি ঝগড়া করে ভেঙ্গে দিল বিয়ে।