হিমেল হাওয়া চাদর গায়ে
চলছে পথিক পথে,
খেজুর রসের হাঁড়ি কাঁধে
যাচ্ছে প্রভাতে।
কুয়াশার পর্দা বুঝি
হিমেল শীতের ভাই,
নীল আকাশটা কাছের গ্রাম
দেখতে নাহি পাই।
গাছের পাতায় শিশির জল
পড়ছে টুপটুপ,
রংবেরং এর চাদর গায়ে
ঠান্ডা শীতের রূপ।
নববধূর ঘোমটা কাঁপে
শীতের পরশে,
শিশিরকণা হীরক দানা
ঝুলছে কৃষাণ কেশে।
পিচ ঢালা পথ বেজায় ঠান্ডা
কনকনে এই শীতে,
দিনমজুরি কাজের আশায়
ছুটছে প্রভাতে।
জীবনযুদ্ধ বড়ই কঠিন
হোক না হিমেল হাওয়া,
দিনমজুরির গতর খাটা
কষ্ট জীবন পাওয়া।
আমরা সবাই শীতকাতুরে
শীত চলে যা এখন,
গরিবের নাই শীতের কাপড়
একটু জ্বালা আগুন।