গরুর গোস্ত রান্না হচ্ছে
পাশের বাড়িতে,
ঈদ এসেছে ঈদ এসেছে
আনন্দ সব মেতে।
পোলাও কোরমা খাচ্ছে সবে
নতুন জামা গায়ে,
গরীব ছেলে দেখছে সে সব
দেখছে চেয়ে চেয়ে।
গরীব ছেলে বলছে মাকে
নতুন জামা কই,
ওই বাড়িতে ঈদের আনন্দ
করছে হইচই।
কই আমার গোস্ত রান্না
সাথে কোরমা পোলাও,
পেটে আমার অনেক ক্ষুধা
একটু যদি খাওয়াও।
পায়েস রান্না নাইবা করলা
নাইবা খিচুড়ি,
পান্তা থাকলে দেও গো সাথে
একটু বাসি তরকারি।
চোখের জলে বলছে মা
গোস্ত খেতে মানা,
তোর বাবা তো ওসব খাবার
মোটেও খেতো না।
বাবা আমার আসবে কবে
একটু যদি বলো,
ঈদের আনন্দ সবার ঘরে
মনটা এলোমেলো।
তোর বাবা গত হইছে
আসবেনা আর ফিরে,
ছেলের মুখে চুমু দিয়ে
ভাসে নয়ননীরে।