কারে ধরবো কারে ছাড়বো
জপি আল্লার নাম,
আজ বাজারে গিয়ে কেন
ঝরছে গায়ের ঘাম।
কোথা থেকে হলো শুরু
কোথা হবে শেষ,
সব জিনিসের দাম বেড়েছে
সোনার বাংলাদেশ।
কোথা থেকে এলো এরা
বুঝতে পারিনা,
আয়ের চেয়ে ব্যয় বেড়েছে
পড়ছি ছেঁড়া তেনা।
একটি ছলের বাপ মা
এখন খাচ্ছে হিমশিম,
পাশের বাড়ির চারটি ছল
কাঁদে প্রতিদিন।
তিন বেলাতে ভাত জোটেনা
থাকে উপোস করে,
তাইতো তারা থাকে এখন
নিত্য অনাহারে।
বই খাতা আর স্কুলে
যাওয়া হয় না আর,
দাঁত খিঁচিয়ে চিল্লায় আবার
স্কুলের মাস্টার।
একজনের আয় ছয়জনের পেট
কেমনে সামাল দেয়,
সুখ আহ্লাদ নাই যে তাদের
জীবন রাখা দায়।