ঈদ এসেছে ঈদ এসেছে
কিনবো ঈদের জামা,
কাল পরশু আসবে নিতে
আমার ছোট্ট মামা।

বাপের সাথে যাবো হাটে
কিনবে বাপে ছাতা,
মায়ের জন্য আনবো শাড়ি
আমার জন্য জুতা।

কি আনন্দ ঈদ আনন্দ
রঙিন রঙিন জামা,
আমি যাবো নানির বাড়ি
সাথে যাবে মা।

পোলাও কোরমা মিষ্টি পায়েস
আমার যে খুব প্রিয়,
বাড়ির পাশে গরিব খুকি
তারেও একটু দিও।

ঈদ আনন্দ সবার মাঝে
করবো ভাগাভাগি,
মন আনন্দে থাকবো সবাই
করবো না আর রাগি।