ডিম পেড়ে মুরগি করে কক কক,
ডিম ছোট মুরগির তুই বড় ঠক।
মুরগির মালিক কয়
ডিম যদি ছোট হয়,
তোর কিন্তু নাই এবার নিস্তার।

মালিকেরে কথা শুনে
বলে মুরগির ডাক্তার,
তুমি শুধু ডিম নিবে
মুরগি কি খাবে,
সে চিন্তা আছে নাকি সাত্তার।

মালিক আবার কয়
এরপরে যদি হয়
এমন ছোট ডিম।
তোরে কিন্তু বেঁচবো
নইলে কেটে খাবো,
বলি অগ্রিম।

রাগে মালিক শাসায়
ডিম কেনো ছোট  হয়,
ডাক্তার বলে তারে
তুমি খাও পেট ভরে
দুধ ডিম ঘি।

ভালো খাবার তুমি খাও
মুরগিকে ছুতা দেও।
তুমি যারে যেমন দেবে
তুমিও তেমন পাবে,
তাতে অন্যের দোষ কি?