নারী তুমি কোথায় নিরাপদ?
নিজ গৃহে না বাহিরে,
আলো নাকি অন্ধকারে।
দেবলোকে ধর্মালয়ে নাকি ভিন গ্রহে,
নবজাতিকা-বৃদ্ধা-বনিতা নাকি মৃতদেহে।
ডাক্তারি মতে শতকরা পঁচাশি জন বাঙালি
নেতিয়ে হেলিয়ে পড়ে,
অল্পতেই হাপর টানে জোরে জোরে।
তবে কেন এত যৌন অত্যাচার?
ধিক্কার জানাই পুরুষ শাসিত সমাজকে,
ধিক্কার জানাই ঘুণেধরা বিচারকে।
আমি দেখিতে চাই ওমর এর তরবারি
এক কোপে ছেদ করতো মুণ্ড,
ধর্ষকের পক্ষে জাতি ধর্ম আইনজীবী রাষ্ট্র নয়
চাই মৃত্যুদণ্ড।
আমি আঁকিব দেশের মানচিত্র নাকি ধর্ষণের চিত্র।
আমি কবি বা লেখক নই -
দুয়েকটি বর্ণ বা শব্দ চলে আসে কলমের ডগায়
তাই লিখে যাই।
দলবেঁধে পিঁপড়ের দল -
খাবার কামড়ে কামড়ে খায় নিত্য,
শকুন ছিঁড়ে ছিঁড়ে খায়
বাংলার মানচিত্র।
ভিন্ন ধর্মের কথা নাইবা বলিলাম তবে অনেকে আছে,
বাহাত্তর জন হুরপরী পাবার আকাঙ্ক্ষার প্রশিক্ষণ নিচ্ছে
এই পৃথিবী থেকে।
বাঙালির কাজের চেয়ে মুখের জোর বেশি,
এরা মরদে নয় পরদে বিশ্বাসি।
কে ভাবিছো নারীকে ভোগের পণ্য সস্তা,
শরীর পোড়ে এসিডে ধর্ষণের পরে হত্যা।
কে আছো ধর্ষকদের বিপক্ষে দাঁড়াও,
পাছায় তাদের লাত্থি মেরে অণ্ডকোষ ফাটাও।
ধর্ষকদের খোঁজো সবে আছে যত আড়ালে,
পাথর মারো জুতা মারো উল্টো করে ঝুলে ।।