তোমার প্রেমে পাগল আমি -
আমি তো আর আমার নাই,
এ বুকে দিলের মাঝে
তোমায় শুধু দেখতে পাই।।
কাঁচা মরিচের ঝালটা খেলে,
তোমার ওই গালটা তখন
ফোলে লালে।
চোখের জলে কান্না করো
পানি লইয়া কাছে যাই,
লজ্জা মুখে ---
লজ্জা মুখে উপর দিকে
জোরে জোরে তোলো হাই।।
পুকুর ধার পিছল পথে
হেলে দুলে কলসি সাথে
আলতা পায়ে যাও গো তুমি
লম্বা চুলে,
প্রাণটা ভরে দেখি আমি
চোখটা মেলে।
হোঁচট খেয়ে কলসি কাঁখে
পিছল পথে পড়ে যাও,
আমায় দেখে --
আমায় দেখে জিভ কেটে কও।
ব্যথা পাইছি আলতা পায়।।
বাড়ির ধারে শাপলা বিলে,
অথই জলে শাপলা তোলে।
তুলতে গিয়ে পানিত পড়ে,
আমি সেথায় গেলাম দৌড়ে।
অথই জলে সাঁতার দিয়ে
কোলে করে যে উঠাই,
তখন আমার --
তখন আমার কি যে ভালো লাগে
তার তো কোনো সীমা নাই।।