চাঁদের দেশে করবে বিয়ে
শালিক পাখির ঝিয়ে,
তারার মালা ঝুলবে গলায়
রুমাল মুখে দিয়ে।

সূর্য মামা বিয়ের দাওয়াত
পেয়ে বেজায় খুশি,
গ্রহতারা নাচে তারা
নীল আকাশের হাসি।

চাঁদের দেশে চাঁদের বুড়ি
পরছে বিয়ের শাড়ি,
সাত রঙের নাও সাজিয়ে ঝিয়ে
যাবে শ্বশুর বাড়ি।

বিয়ের বাদ্য বাজছে সানাই
বাজছে সাথে ঢোল,
গায়ের জামা ছিট লেগেছে
হলদে ছালুন ঝোল।

এই বিয়েতে কি দিবে কে
করছে মাতামাতি,
টুনি পাখির পিঠে চড়ে
যাচ্ছে বিয়েত হাতি।

ঝড় বৃষ্টি পায়নি দাওয়াত
কষ্ট তাদের মন,
ভুবন বলে আমি কি পর
নই কি আমি আপন।

দাওয়াত পেল এদিক সেদিকে
পায়নি দাওয়াত টিয়ে,
ঝড় বৃষ্টি সাথে নিয়ে
ভেঙ্গে দিল বিয়ে।