সাগর জলের মেঘ তুমি
নীল আকাশে ভাসো,
আজ বিকালে ব্যাঙের বিয়ে
তাড়াতাড়ি আসো।
সোনা ব্যাঙের মাজায় গামছা
পুকুর জলে ডুব,
আষাঢ় গগন কালো মেঘ
ডাকছে জোরে খুব।
রান্নাবাড়ি হরেক রকম
ভরতি বিয়ের হাঁড়ি,
ব্যাঙের বউ ডিঙি চড়ে
যাবে শ্বশুর বাড়ি।
ডোবার মাঝে শাপলা পাতায়
বিয়ের আয়োজন,
বৃষ্টি আসবে বিয়ে হবে
করছে নিমন্ত্রণ।
কুনো ব্যাঙের জ্বর এসেছে
হয়নি বিয়েত হাজির,
খোকন সোনা দেখবে বিয়ে
হচ্ছে দেরি কাজির।
এমন সময় মেঘ গুড়-গুড়
আসলো বৃষ্টি জোরে,
খোকন সোনা ঢিল মেরে
চলে গেলো ঘরে।