আয়রে সবাই আলোর পথে করবো হইচই,
খেলার ছলে শিখবো পড়া পড়বো মোরা বই।
অ আ দিয়ে শুরু করবো প্রথম শিশুপাঠ,
এক দুইতে শিখবো গোনা সংখ্যা ধারাপাত।
বই পড়িতে আনন্দ যার থাকবে মনের মাঝে,
সেই তো বড় হবে একদিন দেশের সকল কাজে।
বই পড়িলে জ্ঞান বাড়িবে বলে গুরুজনে,
সেই জ্ঞানীরে দেশ জনতা রাখবে সদা মনে।
সব বয়সেই শিখবো পড়া কিসের লজ্জা তাই,
চলো সবাই আমরা সবাই বই পড়িতে যাই।
জ্ঞানীগুণী যত সৃষ্টি বই পড়িয়া হয়,
বই পড়িলে জ্ঞান বাড়িবে দেখবে জগৎময়।
চোখ থাকিতে এই জগতে অন্ধ থাকতে নাই ,
লেখাপড়া শিখবো বইয়ে লিখবো চোখে তাই।
জ্ঞানের প্রদীপ আছে বইয়ে দেখতে হবে চোখে,
তবেই হবে সার্থক জনম ফুটবে হাসি মুখে।