কিসের ডর কিসের ভয়
নেতার মত নেতা যদি হয়,
দেশের জন্য যুদ্ধ করে
আনবো মোরা জয়।
আমরা দেশের যুবারা
নেতার ডাকে দেই সাড়া,
দেশের জন্য যুদ্ধ করি
শত্রু করি দেশ ছাড়া।
নেতা ছিল ভাসানী আর
শেখ মুজিবের ডাক,
আমরা সবাই স্বাধীনতার
ছাড়ছি তখন হাঁক।
শহিদ জিয়ার কালুরঘাট
স্বাধীনতার মন্ত্র পাঠ,
জাগলো দেশের দেশ আপামর
জলে স্থলে সকল মাঠ।
সোনার বাংলা কেড়ে নিতে
কেউ যদি চায় ক্ষতি,
শত্রুর মুখে মাড়ি ছাই
ধরি শত্রুর থুতি।
আমরা যখন গর্জে উঠি
কেউ আসে না ধারে,
বুলেট বিদ্ধ বুকটা দেখে
শত্রুরা যায় সরে।
ধর্ম বর্ণ সবাই মিলে
কাঁধের সাথে কাধঁ মিলিয়ে,
শক্ত হস্তে দমন করি
শত্রুরা সব যায় পালিয়ে।
আমরা এখন স্বাধীন দেশের
স্বাধীন নাগরিক,
বাংলা মায়ের আঁধার কেটে
সূর্য উঠলো ঠিক।
সবুজ ঘাসে রক্ত মাখা
হইনি ভীত স্থবির,
স্বাধীনতার শক্তি আমরা
আমরা দেশের বীর।
শিশির জলে রবি খেলে
সবুজ ঘাসের ডগায়,
ভোর সকালের লাল সূর্যটা
বাংলা মায়ের বিজয়।