বাংলা ভাষার জন্যে ওমা আমার ভাইয়ে প্রাণ দিলো,
পুত্র শোকে করুণ সুরে কাঁদছে পাখি চোখ গেল।
তোমার মুখের ভাষার জন্যে ওরা ভাইয়ের প্রাণ নিলো ।।
খুকি বলে বউ কথা কও ময়না বলে গয়না কো,
কোকিলা কাঁদছে বসে বসন্ত এই সময় গো।
আমার মায়ের বুকের মাঝে কলজায় আঘাত কে করল,
বাংলা ভাষার জন্যে ওমা আমার ভাইয়ে প্রাণ দিলো।।
আমার ভাইকে দেখতে সবাই কুটুম আইছে বাড়িতে,
ফটিকজল পড়ল বসে ফুল গাছের ঐ সারিতে।
চাতকীর মতো মায়ে রইল বসে পথ চেয়ে।
কে যেন কে খবর দিলো
পিচ ঢালা পথ নয় কালো,
আমার ভাইয়ের রক্ত দিয়া পিচ ঢালা পথ লাল হইল।
বাংলা ভাষার জন্যে ওমা আমার ভাইয়ে প্রাণ দিলো।।
ভাষার মাস ফেব্রুয়ারি - দুঃখে কাঁদে ময়ূরী।
হৃদয় মাঝে জ্বলছে আগুন কেমন করে হই খুশি,
ভাষার মাসে নাইরে ভাষা চোখের জলে যাই ভাসি।
আমার ভাইয়ের হিম্মতে মা বর্ণমালা আসিলো,
এমন কোথাও দেশ কি আছে ভাষার জন্য জান দিলো।
বাংলা ভাষার জন্যে ওমা আমার ভাইয়ে প্রাণ দিলো।।