গল্পের ছলে বলি সবারে
মা যে কত বড়,
কোন এক পুত্র গিয়াছে
মাকে হত্যা করতে ধরো।
প্রেমিক প্রেমিকার হচ্ছে কথা
কে কাকে বেশি ভালোবাসে,
প্রেমিক প্রথম করিল প্রকাশ
সুখে দুখে থাকবো পাশে।
প্রেমিক বলিল আমি তোমাকে ভালোবাসি
ভালোবাসি আমার মাকে,
তাহলে তো  আমাকে ভালোবাসো না
ভালোবাসো তোমার মাকে।
যদি তাই হয় তুমি কি আমাকে
মায়ের চেয়ে বেশি ভালবাসো,
প্রমাণ করো যাও তুমি তোমার মায়ের
শির কেটে নিয়ে আসো।
তুমি কি আমাকে বেশি ভালোবাসো
নাকি ভালোবাসো তোমার মাকে,
কি প্রমাণ আছে তোমার কাছে
কাঁপিতেছে বুঝি বুকে।
যদি তুমি তোমার মায়ের চেয়ে
ভালোবাসো আমাকে,
এনে দাও কেটে তোমার মায়ের শির
তবেই ভালোবাসবো তোমাকে।
প্রেমিকের কথায় প্রেমিক তখন
বাড়ির দিকে যায় ছুটে,   ,
প্রেমিকার জন্য প্রেমিক শির ধরে
মায়ের কল্লা কাটে।
ফিনকি দিয়া বাড়ায় রক্ত
কল্লা হাতে ঝোলে,
কল্লা কাটতে হাতে ব্যথা পেয়েছো বাবা
পুত্রকে মা বলে।
পুত্র হাঁপায় মায়ের কল্লা নিয়ে
কখন দেখা হবে প্রেমিকার,
ভালোবাসি তোমায় আনছি
মায়ের কল্লা উপহার।
মৃতদেহ পড়ে আছে মা ' র
বাড়ির আঙিনায়,
কল্লা নিয়ে পুত্র
জোরছে চলে যায়।
কল্লার মুখ থেকে আওয়াজ আসে
পুত্র আমার আস্তে চল,
শির কেটেছো দুঃখ নাই
দুঃখ পাবো যদি পুত্র হও বিফল।
জনৈক প্রেমিকের কথা শোনো নাই পুত্র
দিছো কেনো জোরে ছুট ,
মায়ের হৃৎপিণ্ড কেটে নেওয়ার পথে
খেয়েছিল সে হোঁচট।
হৃৎপিণ্ড থেকে আওয়াজ আসিল
পুত্র আমার হোঁচটে পেয়েছো ব্যথা,
মা মরার পরেও বুঝতে পারে
সন্তানের দুখের কথা।
মা যে সবার শান্তির মুকুট
মা যে শিরোমণি,
মাকে ভালোবাসো সবাই
বলছেন নবী মহাজ্ঞানী।
ভুবনজয়ী মাকে সবাই
কেউ করোনা খাটো,
মা যে সবার আল্লা থেকে
অণু পরিমাণ ছোটো।