আকাশ বাতাস সাক্ষী রাখলে আল্লা রসুল নামে,
      তুমি বন্ধু আমার হবে জনম জনমে।।

এই জনমে পেলাম নারে কোন জনমে পাব,
সেই জনমে যাব আমি মরতে হলেও মরব।
এই দেহটা তোমার জন্য করছে গড়াগড়ি,
তুই যে আমার প্রেমের বড়ি তোর বিহনে মরি।
দিন রজনী এই দেহের প্রাণ পাগল তোমার প্রেমে,
প্রাণ রয়েছে তোমার কাছে প্রাণ পাবে না যমে।।

সাক্ষী ছিল হিজল গাছ ফুলগুলি তার দোলে,
তুমি বন্ধু ওয়াদা দিয়ে রাখলে মাথা কোলে।
স্মৃতিগুলি মনে পরে ফুল গেছে সব ঝরে,
হৃদয় মাঝে তোমার স্মৃতি যায় না কেন সরে।
ভালোবাসার ওয়াদা তোমার মন দিয়েছি প্রেমে,
সরল মনে ঢাললে গরল প্রেম সালিশের নামে।।

ফুলগুলি তো ফুটবে আবার বৈশাখ মাসের কালে,
তুমি কি আর আসবে ফিরে ভাসি নয়ন জলে।
আকাশ বাতাস সব রয়েছে বন্ধু তুমি নাই,
হৃদয় জুড়ে তোমার কায়া দেখতে আমি পাই।
আল্লা রসুল দোহাই দিয়ে কার পাশে রও ঘুমে,
ফাঁকি দিয়ে চলে গেলা মরছি দমে দমে।।