গোধুলি বিকালে যখন বসি নদীর তীরে,
তোমার সেই স্মৃতি গুলো খুব মনে পরে,
কত আসা ছিল সন্ধ্যায় সূর্যাস্ত দেখবো,
তোমারই হাত ধরে দূর বহু দূরে হাঁটবো।
নীভু নীভু প্রায় শেষ বিকেলের আলো,
সন্ধ্যা ঘনিয়ে সাঁঝের আঁধার কালো,,,
আজকে অপরূপ সাজে সজ্জিত হলো,
হৃদয় বড্ড শূন্য,লাগেনা না কভু ভালো।
অন্ধকারের ফাঁকে উঁকি দেয় ওই চাঁদ,
কোথায় গেলো মায়াবী জোৎস্না রাত,
তোমায় ভুলে থাকার নাই কোন উপায়,
মন মাঝি বৈঠা হাতে দুঃখের তরী বায়।
তোমার শূন্যতায় হৃদয় হাহাকার করে,
সুর হীনা উদাস গানে অশ্রু ধারা ঝরে,
তোমার কন্ঠের শব্দ শূন্য হিয়ার মাঝে,
ছন্দ ভরা কবিতা স্মৃতির ভাঁজে ভাঁজে।
হয়তো আমার ঠিকানা শত মাইল দূরে,
আমি থাকবো তোমার হৃদয়টা জুড়ে,,,
পূর্ণিমা রাতে দেখবা চন্দ্রিমার ঐ হাসি,
তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি।