কি অপূর্ব চাহনী তোমার
মিষ্টি হাসি মুখে,
কিযে যাদু আছে বলনা
মায়া ভরা চোখে।
ঘন কালো কেশ তোমার
বাতাশে যে দোলে
কি সুগন্ধি আছে বলো
ঐ খোলা চুলে।
তোমার রূপে মুগ্ধ হইছি
নেই তোমার তুলনা,
রূপেরেই মায়ায় আবদ্ধ
কোনদিন ভুলবনা।
কোকিলের কন্ঠ তোমার
রাখালের বাঁশি,
তোমার কন্ঠ শুনলে যে
হয়ে যাই উদাসি।
চোখের আড়াল হলেই
হৃদয় হয় মরুভূমি,
এ হৃদয়ে থাকে যে জন
সে যে শুধু তুমি।