আমার হৃদয় যখন হাহাকার শূন্যতায়,
আমি তোমায় খুঁজি প্রতিটি পূর্ণিমায়,
মহারানী তোমার মিষ্টি হাসির মায়ায়,
আমার হৃদয়টা ভরাতে চাই মুগ্ধতায়।
আমিতো জানি সব ব্যার্থতা আমার,
তুমিই ছিলে আমায় সান্তনা দেবার,
অন্ধকারে চারিদিকটা নিঃসঙ্গতার,
ভিষন কষ্টের হৃদয়ে আত্ম-চিৎকার।
এ মনটা থাকে তোমার প্রতি আকৃষ্ট,
প্রেমের বিরহের বেদনা যে বড় কষ্ট,
ফেলে আসা স্মৃতি যে মনে পড়বেই,
আমার পাষাণ হৃদয় তখন কাঁদবেই।
দারুণ যন্ত্রণা এবুকের বাম পাশটায়,
কেউ বলে বড় রোগ হয়েছে মনে হয়,
আমি নিশিতে বড্ড ক্লান্ত দিশেহারা,
চোখে শ্রাবণের বাঁধভাঙা অশ্রুধারা।
জীবন থেকে কি যেন হারিয়ে ফেলেছি,
আমি নিরালায় বসে মন ভরে কেঁদেছি,
জেগে থাকি বদ্ধ ঘরের আঁধার ঠেলে,
মহারানী আসবে কি সকল কিছু ভুলে।