গোধূলি বিকালে বসে ছিলাম
পায়রা নদীর তীরে,
লুকোচুরি খেলছে পাখিরা
কাশ ফুলের ভিড়ে।
কিছুখন পর সন্ধ্যা ঘনিয়ে
সূর্য পড়ছে হেলে,
বসে আছে মাঝিরা সবাই
ইলিশের জাল ফেলে।
আজ নদীর তীর বড় ব্যাস্ত
সুখিদের সঙ্গ দিতে,
আমি হতভাগা এসেছিলাম
এক মুঠো সুখ খুজতে।
ঘোরকালো অন্ধকারে যখন
রাতটা গভীর হলো,
নদীর তীরটা কেমন জানি
নিস্তব্ধ হয়ে গেলো।
শোন প্রকৃতি হতভাগা আমি
বলবে কি?একটু কথা,
প্রিয়জন হারানোর শূন্যতায়
হৃদয়ে অশান্ত ব্যাথা।
তাকিয়ে রইলাম কিছুখন
সেই দূর দিগন্তে,
চোখ দিয়ে অশ্রু বইছে
মনের অজান্তে।