কবিতা-একুশে ফেব্রুয়ারি
কলম✒ হাবিবুর রহমান নীরব
এ বুকের তাজা রক্তে কেনা
হে একুশে ফেব্রুয়ারি,
ভাই হারানোর বেদনা ভরা
কান্নার আহাজারি।
হে অমর একুশে ফেব্রুয়ারি
তোমায় হারাতে দেইনি,
তুমি রাজ পথে বয়ে যাওয়া
তাজা রক্তমাখা গ্লানি।
তুমি বীর শহীদের বুকের
রক্তে রাঙ্গানো স্মৃতি,
বিনম্র শ্রদ্ধায় স্বরন করি
সালাম তোমার প্রতি।
মায়ের ভাষা রক্ষা করতে
জীবন করলে উৎসর্গ,
হে বাংলার ভাষা সৈনিক
তোমরা মোদের গর্ব।
তুমি যে ছেলে হারা মায়ের
দু-চোখের অশ্রুধারা,
চিরকৃতজ্ঞ এ ভাষার জন্য
জীবন দিলো যারা।
নিজের জীবন বাজি ধরে
রাখলে ভাষার মান,
বাঙ্গালী কখনো ভুলবেনা
তোমাদের অবদান।
মায়ের ভাষা ফিরে পেয়ে
বাঙ্গালী জাতি ধন্য,
ভাষার তরে জীবন দিলো
শ্রদ্ধা তাদের জন্য।