এশূন্য হৃদয়ের গহীন থেকে
এখনো ভালোবাসি,
তাই খুব দেখতে ইচ্ছে করে
তোর মায়াবী হাসি।
গভীর রাতে তোর শূন্যতায়
ঘুম ভেঙে যায় রোজ,
তুই চাইলে নিতে পারতিস
আমার একটু খোঁজ।
এই শহরটা যখন ঘুমে ব্যস্ত
আমি দেখি আকাশ,
যদি তোর কন্ঠ বয়ে বেড়ায়
মিষ্টি সুরের বাতাস।
ভালো মন্দের বিচার করে
হয় কি ভালোবাসা,
অযোগ্য মানুষের মনে ও
থাকে কিন্তু আশা।
হয়তো বা যোগ্যতা ছিল না
তোমায় ভালোবাসার,
প্রিয় তোমারতো সব ছিলো
আমায় আকড়ে ধরার।