বাংঙ্গালির মুখে হাসি ফুটেছে
ওগো১৬ই ডিসেম্বর,
তুমি থাকবে এ বাংলার বুকে
সারাটা জীবন অমর।
আজ খুশি বুকভরা বেদনায়
ওহে জাতীয় পতাকা,
তোমার রূপের সৌন্দর্যটাও
শহিদের রক্তে আঁকা।
নির্যাতিত হয়ে ছিলো সেদিন
আমার মা বোনের দেহ,
ওরা তো হানাদার নরপিশাচ
তাই ছাড় দেয়নি কেহ।
ক্ষত বিক্ষত হয়েছিল সেদিন
ওদের পশুত্ব ছোবলে,
রক্তাক্ত হয়েছে পুরোটা সরির
দাগ লেগেছে আঁচলে।
শত নির্যাতনেও বরন করিনি
মেনে নেইনি পরাধীনতা,
এই বুকের তাজা রক্ত দিয়েই
এনেছি তবুও স্বাধীনতা।