বুকের ভেতরে একটা বিশাল দীর্ঘশ্বাস জন্ম নেয়,
দিনে দিনে সেটি আরো বড় হতে থাকে,
দীর্ঘশ্বাসের অসহ্য অত্যাচারে আমি চরমভাবে নির্বাক।
দিনের বেলায় শুরু হয় দীর্ঘশ্বাসের অবেলা,
সকালটা কেটে যায় অন্তহীন দীর্ঘশ্বাসে,
কেটে যায় রঙহীন দুপুরবেলার যাত্রা,
তারপর খুব দ্রুত নেমে আসে বিকালবেলার ক্ষণকাল,
এই ক্ষণকাল তবু হেটে যায় অনন্তকালের হাত ধরে,
বিকালের ময়ূখমালীটা ধীরেধীরে শান্ত হয়ে
ঢলে পড়ে পশ্চিমের হলুদ আকাশে।
এই পাড় চেয়ে থাকে অনন্ত উদ্যানে
যেখানে ঘুমিয়ে আছে স্নেহের অযুত পুষ্পরাশি।