কথায় কথায়
গর্জে উঠছে বাঘ,
ভেতরে কেন সে নির্বাক?
মাঠে মাঠে হুঙ্কার দিয়ে উঠছে বাঘ,
বাঘ কী শুধু ক্রিকেটেই গর্জে উঠে??
নির্বিচারে যখন মানুষ হত্যা করা হয়
তখন কেন গর্জে উঠে না বাঘ??
যখন হায়েনারূপী পুরুষরা
অসহায় নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে
তখন বাঘ গর্জে উঠে না কেন?কেন?
যখন রাস্তা সংস্কারের কাজ নিয়ে
রাজনীতিক নেতাদের দুর্নীতি চলে
তখন বাঘ কেন গর্জে উঠে না???
যখন নেতারা কথা দিয়ে কথা ভঙ্গ করে
সাধারণ মানুষের আবেগ নিয়ে ভণ্ডামো
করে
বাঘ গর্জে উঠে না কেন তখন???
যখন রাজনের মতো ছোট ছেলেদের
হিংস্ররূপে মারা ও হত্যা করা হয়
তখন গর্জে উঠে না কেন বাঘ??
যখন ধর্ম নিয়ে রমরমা ব্যবসা হয়
তখন বাঘ চুপ করে থাকে কেন???
বাঘ কী শুধু অকাজে গর্জে উঠে??
মাঠের বাঘের বিজয়ে মিছিল হয় এখানে,
শুধু মিছিল হয় না
আন্তঃস্বাধীনতা অর্জনের জন্য !
শুধু মিছিল হয় না
শান্তির পতাকার জন্য।
শুধু মিছিল হয় না
পণ্যদ্রব্য বৃদ্ধির বিপক্ষে সোচ্চার হওয়ার
জন্য,
সভা হয়, সমাবেশ হয়,অনুষ্ঠান হয়;
নেতারা, সমাজসেবকরা,
মানবদরদীরা, বড় কোম্পানির মালিকরা
মানবতার গান গায়,
একটানা লম্বা আবেগী
বক্তৃতা দিয়ে বলে
আপনাদের সুখে-দুঃখে আমরা পাশেই আছি,
মঞ্চ থেকে নেমে
গণ্যমান্য ব্যক্তি সব
বসে যায় খাবার টেবিলে;
খাওয়া মানুষগুলো খায়,
কিন্তু,হায় ! ভণ্ডের জনতা;
পর্দার আড়াল থেকে উঁকি দেয়
একদল ক্ষুধাতুর জীব,
তাদেরকে দেওয়া হয় না একমুঠো ভাত;
অসহায় মানবতা দাঁড়িয়ে থাকে
সভ্যতার অন্ধ মঞ্চে।
আমাদের সমাজপতিরা এভাবেই
মানবতার নির্লিপ্ত সেবায়
রঙিন কথার ফুলঝুড়ি দিয়ে নিয়োজিত।
বাঘেরা খালি ক্রিকেটের মাঠে গর্জে,
টেলিভিশনে ক্রিকেটারের সাফল্য দেখে
গর্জে উঠে একপাল বাঘ,
জিনে ধরা মানুষের মতো চেচামেচি করে;
শুধু অধিকার আদায়ে গর্জে না।
বাঘেরা শুধু মাঠেই নয়
গর্জন করুক সারাদেশে
গর্জন করুক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে,
গর্জন করুক স্বর্ণযুগের অবতারণা করতে,
গর্জন করুক নারীদের নিরাপদ
চলাচল নিশ্চিত করতে।
গর্জন করুক যৌতুক প্রথা
চিরতরে নিশ্চিন্ন করতে।
গর্জন করুক পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে,
গর্জন করুক অন্যায়কারীকে উপযুক্ত
শাস্তি প্রদান করতে,
গর্জন করুক মানুষ গড়ার
কারিগরদের হেয় করার বিদ্রোহী
প্রতিবাদে।
গর্জন করুক আইন-শৃঙখলা বাহিনীকে
কঠোর ও ন্যায়সঙ্গতভাবে চলতে,
গর্জন করুক প্রকৃত শিক্ষার আলো
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে।
বাঘেরা গর্জে উঠুক
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে।
অতএব গর্জন করুক
ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে।