ভুয়া

না বুঝে,না শুনে, না দেখে
করিয়েন না হুককা হুয়া,
ভেজাল কিন্তু সবখানে
আপনি নিজে আবার নন তো ভুয়া?

উপরে ভোতরে ডানে বামে কি?
কেউ নয় তুলসি পাতা ধোয়া,
ভেজাল কিন্তু মাঝখানে
আপনি নিজে নন তো আবার ভুয়া।?

দুরে কাছে  গোপনে গোপনে
কার গায়ে কিসের হাওয়া,
ভেজাল কিন্তু সবখানে
আপনি নিজের কাছেই নন তো আবার ভুয়া।?

আকাশে বাতাশে
সমাজ রাস্ট্রে আপনার পাশেই দুর্গন্ধ, কিসের উড়ছে ধুয়া
ভালো আছেন তো ?
আপনি নন তো আবার ভুয়া।?