স্তব্ধ


অন্যায়ে কি মাথা নত হয়
বল হে সে কি কাপুরুষ।
নির্যাতনে কি বসে থাকা যায়
আমি বীরপুরুষ।

অত্যাচারে কি মেনে নেয়া হয়
হারিয়ে গেছে সহপাঠী।
তোমার রক্তে আমি স্তব্ধ
মেরুদণ্ডহীন ওরা পিচাশ নেই মাপকাঠি।

পিচাশের দল মাতাল হয়ে
স্তব্ধ করেছে মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান।
ক্ষমা কর বন্ধু,তুমি ভালো থেক
বৃথা যাবে না তোমার প্রতিদান।

স্তব্ধ হয়ে রক্তে স্ফুলিঙ্গের
বইছে নহর ধারা,
ওরা পিচাশ মায়াহীন
আমরা হাজার লক্ষ তারা।

তারায় তারায় রটিয়ে দেব
বুঝে নেব রক্তের দাম।
জুলুম অত্যাচার নুইয়ে যাবে
সময়ে বলবে সত্যের গান।

সত্যের গান বাজে না এখন
জুলুমের গানে সুর
স্তব্ধ তাকিয়ে আছি
ফেরী আর কতদূর।