বর্ষার মত ধুয়ে মুছে নিয়ে করে গেছ ছাড়খার
বজ্রপাতের মত হানতে চাই, ক্ষমা করেছি বারবার।
বর্ষার মত অঝরে নিংড়ে নিয়ে হয়েছি আজ সন্নাসী
বজ্রপাতের মত চমকাতে চাই, আজ বিনা দোষে দোষী।
বর্ষায় সব ভিজিয়ে দিয়েছ মিথ্যে ছিল ভালোবাসা
অন্যের ঘরে সুখের আছ কি, আমার জীবন করেছ দুরাশা।
বর্ষার মত ধুয়ে মুছে নিয়ে করে গেছ ছাড়খার
শিলা বৃস্টি দিয়ে আঘাত করতে গিয়ে ,ক্ষমা করেছি বারবার।