প্রতি বছর বাজেট হয়
আমার তাতে কি হয়
সাংসারিক বাজেটে
আমার জীবন তীত হয়।

প্রতিবছর বাজেট হয়
বরাদ্দগুলো কোথায় যায়
সাংসারিক বাজেটে অভাব অনটন
নিত্যপন্যে থেমে রয়।

প্রতিবছর বাজেট হয়
কালো টাকা সাদা হয়
সংসারে চাপে পড়ে
গৃহ কর্তার আয়ু ক্ষয়।

প্রতিবছর বরাদ্দ হয়
নেতা আমলা বুঝে লয়
আম জনতার কষ্টগুলো
যাতা কলে পিষ্ট হয়।

প্রতি বছর বাজেট হয়
দালানকোটা বড় হয়
উন্নতি ছোয়ায় আমার সংসার
নিত্য পন্যে হোচট খায়।

প্রতি বছর বাজেট হয়
কারো লাভ লোকসান হয়
বছর আসে বছর যায়
সংসারে ঋণের বোঝা দায়।

প্রতি বছর বাজেট হয়
অদৃশ্য উন্নয়নের না হোক জয়
সকল সংসারে সব বিত্তদের
নিত্যপন্যে না থাকুক ভয়।