ক্রান্তিলগ্নে আসে না স্রোত
ভেসে চলেছে পথ।
চারিদিকে স্বার্থের ধনি
কোথায় লেগেছে জট।

জট খুলতে সংকট নিরসনে
দেখাচ্ছে যে পথ
রাষ্ট্র তুমি কার দখলে
নানা জনের ভিন্ন  মত।

মতের পার্থক্যে হারিয়ে ফেলছি
সম্ভাবনার রাজদুয়ার।
সংকট নিরসনে ভ্রান্তি উদ্যোগ
কে ধরবে খুজতে হবে দাড়।

শুনে বুঝে সংকট প্রকট
জ্ঞানের রাজ্যেই হ য ল
নৈতিক শিক্ষার হাল হকিকত
করতেই হবে সু ব ল।

রাজ্যে সংকটে শিক্ষায় হাতিয়ার
শিক্ষায় আসল গান।
নৈতিক শিক্ষার ঘাটতি কারনে
সংকট প্রবহমান।

ক্রান্তিলগ্নে আসে না স্রোত
শাসন হবে কড়া।
অন্যায় অবিচারে অটল পাহাড়
দৃষ্টান্ত হোক নৈতিকতায় গড়া।

নৈতিক অবক্ষয়ে গড়িয়ে পরে
সংকটে সব নয় শেষ।
সকল পরিবার স্বীয় সকল প্রধান দায় নিয়ে
গড়তে আবার সোনার বাংলাদেশ।