সমানতালে
মোঃ ফিরোজ আহমেদ (১১/৯/২৪)
সমানতালে গড়িয়ে পরছে
দুর্নীতি আর ঘুষ,
বৈষম্যের শিকার হয়ে
ফিরছে না কারো হুশ।
সমানতালে হারিয়ে যাচ্ছে
নীতি নৈতিকতা,
বৈষম্যহীন সমাজ গড়তে
কার আছে মাথা ব্যথা ?
সমানতালে মিলয়ে যাচ্ছে
বাদ বিচারহীন ভালো মন্দ,
আলোর পিছে যে অন্ধকার
কার সাথে কার দ্বন্ধ।
সমানতালে এগিয়ে যাচ্ছে
সুবিধাবাদীরা আজ,
স্বার্থের নেশায় বিভোর তারা
বদলে যাবে কবে সমাজ ?
সমানতালে সবাই হাসুক
সবার ঘরে খুশি।
বৈষম্য গুলো মুছে যাক
কেটে যাক অন্ধকার নিশি।