সমাজের মুখে চুনকালি
মোঃ ফিরোজ আহমেদ ১০/৩/২০২৫
এই সমাজের মুখে চুনকালি
অবুঝ শিশুরা নিরাপদ নয়,
কোথায় মানবতা কোথায় ধর্মের বুলি
সবকিছু আজ গুড়েবালি।
এই সমাজের মুখে আজ চুনকালি
কামুক নরপিশাচগুলো ঘুরে বেড়ায়
কোথায় কে হচ্ছে বলি?
এই সমাজের মুখে আজ চুনকালি
দৃষ্টান্ত স্থাপন সাজা চাই।
নিরাপদ হোক নারী শিশু
মনে প্রানে তা পালন করে চলি।