তোমায় দেখলে বলতে চাই, আমার মনের কথা।
তোমার সামনে যেতেই ফুরিয়ে যায় হ্নদয়ের কথা।
তোমা থেকে দুরে যেতেই ভিন্ন কথা ভাসে
তাই তো তোমায় পেতে চাই, নীল আকাশের নীচে।
সেখানে আমি বলব আমার মনের কথা
মুগ্ধ  হয়ে শুনবে তুমি, দিবে নাকো ব্যথা।

জানি তুমি দিবে না আমার ডাকে সাড়া
তোমার সাথে প্রেম করা হবে নাকো তাঁরা।

এ কেমন ভালোবাসা রাখছি হ্নদয়ে চেপে
প্রকাশিত হবে কি কোনদিন?
হয়তো থাকবে না বেঁচে।
(পুরনো কবিতা ছাত্র জীবনে লেখা)
( ২/৩/১৯৯৮)