পতনে ক্ষতি হয় সময় থাকতে সকলে কর ভয়
(৮/৮/২৪)
পালাবদল অনেক ভালো, পতনে সব শেষ,
সময়ে গান ছাড়তে পারলে, তবেই হয় বেশ।
রুপ ধারন কর সাময়িক,যদি তা কল্যানময়
রুপের গন্ধ ছড়ানো আগে,রুপ চিরজীবী নয়।
নয় ছয় খেলতে পারো,একটু মজার ছলে,
সব কিছু যদি গ্রাস কর,পতন হয় কোন এক কালে।
কালে কালে সময় বদলায়,অহংকার সাবধান,
রাতের পরে দিন,রেখ নিজের মান।
পতনে সব লুটিয়ে পরে,সব কিছু শেষ
ধ্বংসের ক্ষত শুকাতে সময় লাগে বেশ।