পাশ ফিরলেই যেন তোমায় দেখি
মোঃ ফিরোজ আহমেদ ৬.১.২০২৫
পাশ ফিরলেই যেন তোমাকে দেখি
মনে কত কথা,
তুমি থাকো রঙ্গিন শহরে
ঘুচবে কবে ব্যথা।
ঘুমের ঘোড়ে তোমায় খুজি
কেন দুরে থাক?
পাশ ফিরলেই যেন তোমায় দেখি
চাইনা দুরত্বের সাকো।
পাশ ফিরলেই যেন তোমায় দেখি
তুমি কেন দুরে?
প্রতিদিন তোমায় চাই
শত কাজের ভীরে।