আপাতত দৃষ্টিতে সবে ভালো
মনের দৃষ্টিতে সব কালো,
অন্যের দোষে খুঁজাখুঁজি
নিজের জীবাণুতে সাধুসাজি।
আপাতত যেন সব ভালো
অন্তরে যে বিশ কাটালি মন্য
তিতায় ভরা নিজের কর্ম
এত জীবাণু সব শুন্য।
আপাতত যেন সব আলো
অন্ধকারে গন্ধ ভালো।
সুদূর দৃষ্টিতে মতিভ্রম
জীবাণুতে দেহস্কোন।
আপাতত ভালো চাই
মনের জীবাণু মাপার যন্ত্র নাই।
সকল দেহে জীবাণুর বসবাস
আদর্শিক আড়াল থাক।
যারে দেখি জীবাণু ভরা
এ সমাজ তো আমাদের গড়া,
নিজের জীবাণু নিজেই মাড়ি
লোভ,মোহ,পাপ অহংকার ছাড়ি,যেখানেই জীবানু সেখানেই ডাণ্ডাবারি।