জীবনের আকাশে কালো মেঘের উকি
বিষন্নময়তা ঘিরে রাখে,জীবনের অনেক পাওয়া রয়েছে এখনো বাকি।
জীবনের গোছানো দিনগুলি,হয়ে যায় এলোমেলো
নিয়ন্ত্রন তার হাতে, আমার কি করার আছে বলো।
নিয়তি বলে আছে কিছু, তাইতো ভেদাভেদ
সকাল বেলা সুর্যের আলো,একটু পরেই মেঘ।
মেঘগুলো জীবনের মত কখনো দেয় ছায়া
বাতাসের সাথে খেলতে গিয়ে, পুরিয়ে দেয় কায়া।
কায়া মায়ায় জীবনের গতি চারিদিকে ঘুরে
জীবন আকাশে কালো মেঘ, যাবে হয়তো সরে।