(১৮ /৮/২৪)
কে নিবে দায়,কে দেবে ছার ?
রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, চাই কঠিন সংস্কার।
কে দিবে আলো, কে খুলবে দুয়ার ?
দুর্গন্ধ ছড়িয়েছে যারা,করতে হবে তাদের বিচার।
কে দিবে আশা, বিশ্বাস রাখা দায় ?
দূর্নীতি মুক্ত প্রতিষ্ঠান চাই, কঠিন সংস্কার।
কে নিবে দায়, কে দেবে ছার?
নতুন সমাজ, নতুন রাষ্ট্র এই প্রত্যাশা সবার।
কে দিবে মুক্তি, সম সুযোগ সম অধিকার ?
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে, চাই কঠিন সংস্কার।
কে দেখাবে পথ, কে বন্ধ করবে সমস্যার দুয়ার?
পথ চেয়ে আছি, কবে হবে কঠিন সংস্কার।