(২৬/৩/২০০২)
সবাই এখন কবিতা লেখে, মনে করে নিজে কবি
কবিতা নিয়ে গর্ব করে, যেন বিশ্ব কবি।
কবিতা মানে মনের কষ্ট, আবেগ জোয়ার ভাটা
কবিতা হচ্ছে শহিদের রক্ত,মায়ের মুখের ভাষা।
কবিতায় কত আনন্দ বিষাদ প্রকাশিত পায়
কবিতা পড়ে কবির অস্তিত্ব কিছুটা বুঝা যায়।
কবিতা মানে কবির কষ্ট কেউ বুঝতে পারে না
কলমের ডগায় অশ্রু ঝরে, কাউকে বুঝতে দেয় না।
কবিতা মানে অনেক কিছু,বলতে পারব না
অজ্ঞ আমি জ্ঞানী নই,ভুলে লিখলাম কি না।