অন্যের ক্ষতি করে
কোন লাভ নেই,
জীবন যেন কুরুক্ষেত্র
জয়ী হতে পারবেন না।
তৈল মদন করে
ভালো সুবিধা নিয়ে লাভ নেই,
জীবন তো কুরুক্ষেত্র
তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন না।
নিজে না মেনে
অন্যকে মানাতে লাভ নেই
জীবন হচ্ছে কুরুক্ষেত্র
শান্তি মিলবে না।
নিজেকে বড় মনে করে
অন্যকে ছোট ভেবে লাভ নেই
জীবন একটি কুরুক্ষেত্র
জয়ী হবেন না।
নিজেকে
জ্ঞানী ভেবে লাভ নেই,
জীবন সবার কুরুক্ষেত্র
শিক্ষার শেষ নেই, তবে মুর্খ থাকবেন না।
নিজেকে সফল ভেবে লাভ নেই
জগৎ সংসারে ঘাটতি/কমতি চির বিরাজমান,
তাইতো জীবন করুক্ষেত্র।
চিন্তা করে আয়ুক্ষয় করার দরকার নেই
স্বার্থপরতা সবাই বুঝে
বুঝ দিয়ে ফায়দা নেই।
জীবন কুরুক্ষেত্র মৃত্যু পযর্ন্ত চলতে,,,,
তোমার ঘানি তোমারি ঘাড়ে।