জাগো বিশ্ববাসী
মোঃ ফিরোজ আহমেদ (২১/৩/২৫)
বর্বরোচিত গনহত্যায় চেয়ে দেখছে বিশ্ববাসী,
ঐ শিশুর জায়গায় নিজের শিশু
ঐ প্রিয়তম,বাবা মা ভাই বোন
কল্পনায় ডুকরে কাদবেন।
নিষ্ঠুরতম নির্মম গনহত্যা জাগো হে মুসলমান
নিস্পাপ শিশুর রক্তের বন্যায়
কে দিবে প্রতিদান।
জাগো হে বিশ্ববাসী
ফিলিস্তিন মুক্ত কর।
এ নির্মম গনহত্যায় হয়ে আছি রাজ স্বাক্ষী
কিছুই তো করতে পারলাম না
শুধু চোখের পানি,
হে রহমান আমায় শক্তি দাও
ইজরায়েলের বিকৃত কামনা ধূলিসাৎ করার।
জাগো হে শক্তিধর রাষ্ট্র পরিচালনাকারী?
তুমিও একদিন নিঃশেষ হবে।
রক্তের দাগ মুছতে যেও না
সত্যের জয় দেখবে বিশ্ববাসী।