(স্বকীয় রুপে ফিরে আসব মানব তবে সুন্দর মন নিয়ে)


রং বদলে শোষণ পীড়ন জালিমরা সাবধান,
সময় থাকতে শুধরে নিও,এই আহবান।

জেগেছে তরুণ নতুন স্বপ্ন সমান অধিকার
অন্যায় জুলুম বন্ধ হবে,জেগেছে সত্যের হাতিয়ার।

নতুন দিনের স্বপ্নে বিভোর, অবাক বিশ্ব বাসী
ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে,সকলের মুখে হাসি।

গিরগিটিরা তলিয়ে যাবে,কালো হবে মুখ
বিজয়ের ঝান্ডা উদিত হবে,আসবে দেশে সুখ।

রং বদলে মুখোশ গুলো যেখানে দেখা মেলে
স্পষ্ট করে বলে দাও,ফিরে আসো ন্যায়ের দলে।