দূষিত রক্ত

দূষিত বাতাস দূষিত রক্ত
কেমনে সংস্কার
সবাই ইবলিসের ভক্ত
খঞ্জনি বাজায় ইবলিশ অযথা ফিসফিস।

সবাই গেছে রসাতল
ইবলিশের  বাহুতে বল।
দূষিত  বাতাস কুলুষিত মন
রক্তে নেই আলোড়ন।
এ আলোড়ন স্বার্থন্বেষী ভালোর মাঝেই খারাপ বেশি দূষিত বাতাস আর কতক্ষণ
আলোর সমাজ জন জন

নিজে সংস্কার অগ্র মানি
সমাজ রাষ্ট্রে ফুলদানি।