তোমারই চুরি, তোমারই করি দান
আমার ভিতর পচা দুর্গন্ধ
বাহিরে মেশক আম্বর
সবাই দেয় মান সম্মান।
অন্ধকারে চুরি করি
দিনের আলোয় ধর্মের গান
তোমারই চুরি করি তোমাকেই দেই
বাচিয়ে দেই কত প্রান।
চুরির ক্ষমতা যাদের আছে, তারাই পদে বহমান
তাদের ছেড়ে ছিঁচকে ধরি
বড় আমলারা তো সম্মানিত,
তারা তো দেয় বিশেষ জ্ঞান।
বড় আমলারা কি পঁচে গেছে
ছোট কেরানীদের নিয়ে ?
দুর্গন্ধ গুলো সয়ে গেছে
চুরি কখন হয়,রাতে না দিনে?