মিলনের মহাকালে সিন্ধু জল ঢেলে
সব আয়োজন তুমি আসবে বলে।
কত আয়োজন মুক্ত বাতাসে ধীরে ধীরে
সব আয়োজন প্রতি পদে পদে।

নিজের জীবন বাগান বিলাসে কত স্বপ্ন কত আয়োজন
শুধু ধেয়ে চলেছি পথ প্রান্তের দিন গুনে।
পথ ঘাট সকল বেড়াজাল ছিন্ন করে জীবন প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে
জয়ী হয়েছি, হয়েছি কিনা তা আজানা।

এই অজানা আয়োজন সব রং মুছে
সব আলো আঁধারে যাবে ডুবে।
তারপরে ও আয়োজন মৃত্যু পুরিতে।

কিসের আশায় ভালোবাসায় কেন ছিল আয়োজন
সব চিরবিচ্ছিন্ন সব নিশ্বাস এক নিমিষেই অবিশ্বাসের আয়োজন।