আছিয়া তুমি ক্ষমা কর

মোঃ ফিরোজ আহমেদ (৯/৩/২৫)

হায় সমাজ কোথায় আমরা
কি পাশবিকতার নমুনা
ধর্ষকরা বার বার কৌশলে জামিন নেয়
এই আইন মানি না।

২৪ ঘন্টায় সর্বোচ্চ শাস্তি
কিসের ফরমালিটিস,
ধর্ষক সাজা জনসম্মুখে
উপড়ে ফেলতে হবে এই বিষ।

ছি ছি শত ধিক এত অবক্ষয়
বন জঙ্গল করছি যেন বসবাস।
ধর্ষণের সাজা প্রকাশ্যে হোক
চাই না কারো সর্বনাশ।