আছিয়া তুমি ক্ষমা কর না
মোঃ ফিরোজ আহমেদ (১৩/৩/২৫)
যে সময় তোমার আনন্দ করার,সে সময় তুমি নির্যাতিত
জীবন দিয়ে বলি হলে, আমি পুরুষের দলে আমি লজ্জিত।
যে সময় তুমি ফুল বাগানে, করতে কত খেলা
সে সময় তুমি ধর্ষিত,হায় আপসোস ।
যে সময় তোমার জীবন গড়ার,সে সময় তুমি চলে গেলে পরপারে।
ভালো থেক ক্ষমা করা না।
হায়েনাদের বিচার হবে, সে পথ কি আর কতদুরে???