স্বাধীনতা, স্বাধীনতা
জানি না কেমন
জানি না তাহা কী!

কত বীর দিয়েছে রে প্রাণ,
অলিগলি জুড়ে রক্ত স্নান,
স্বাধীনতা, এবার তোমারে চিনেছি!

আমি দেখিনি রফিক,
আমি দেখিনি শফিক,
দেখিনি বরকত, জব্বার ৫২'র

এ-যুগে দেখেছি আবু সাঈদের
পেতে রাখা বুকে গুলি,
স্বাধীনতা, দেখেছি রং তোমার!

দেশ জুড়ে আজ চলছে জুলুম,
বৈষম্যের চশমা পরে
করছে অত্যাচার!

স্বাধীনতা তুমি আঙুল দেখিয়ে
একবার বলে দাও,
কে তবে রাজাকার?
১৭/৭/২৪