আমার যদি হতে!
ব্যাকুল হতাম বকুল ঝড়ার আগে
বিলিয়ে দিতাম ধুলির ধরার বুকে
পিষতো সেসব তোমার চরণ তলে
ধন্য হলুম ধন্য হলুম বলে।।

আমার যদি হতে!
আমিই হতাম বিশ্ব কবি
আমিই হতাম তোমার একার প্রেম।
আমার সকল লেখার মাঝে
ভাসতো শুধু তোমার ছবি
তোমার নামেই ছন্দ লেখার,
পণ যে ধরিলেম!

আমার যদি হতে!
বাগান বিলাস উজাড় করে
শিউলি ফুলের, শিরিষ ফুলের, কৃষ্ণচূড়ার
সকল ফুলের, সবকটা গাছ উজাড় করে,
আকাশ থেকে ছড়িয়ে দিতাম তোমার চলার পথে,
আমার হবে -এই আশাতে বুকটি ভরে,
বাড়িয়ে দিতাম দু'হাত আমার, আকুল প্রেমের সাথে!
প্রিয়া, তুমি আমার যদি হতে,
যদি আমার একার হতে!