ঘুম হয়ে দুচোখের পাতায়
স্বপ্ন হয়ে তুই,
রাত জাগা পাখি হয়ে
তোকেই আমি ছুঁই।
তুই হারিয়ে গেছিস ফুরিয়ে আমার
শূন্য বুকের ঘর।
বুকটা হলো খরকুটারি
গহীন বালুচর।
মাঝ পথে তুই থমকে দাড়াস
আমায় করে মনে,
ইচ্ছে ছিল পাখি হবো
উড়বো তোরি সনে।
চলবো আমি দিগন্তেরই
কাঁটা ভরা পথে,
ভয় করি না কোনো কিছুই
মরন যদিও আসে।
কষ্ট গুলো সারাক্ষনই
রাখে আমায় ঘিরে
মরন হলে জানি সেদিন
তুই আসবি ফিরে।